সুড়ঙ্গ খুঁড়ে গোটা রেল ইঞ্জিন চুরি!
পত্রিকা কিংবা মোবাইলে কোনো নিউজ পোর্টালে গেলেই বাসা, দোকান কিংবা শপিংমলে চুরির খবর আমরা প্রায় প্রতিদিনই শুনে থাকি। কিন্তু ভারতের বিহার রাজ্যে যা ঘটেছে, তা সবার চিন্তারও বাইরে। টাকা-স্বর্ণালঙ্কার নয়, গাড়ি নয় ট্রেনের পুরো একটি ইঞ্জিন চুরির ঘটনা ঘটেছে সেখানে।
সম্প্রতি বিহারের বেগুসরাই জেলায় সত্যিই এমন এক আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট এলাকায় রেলওয়ে ইয়ার্ডে থেকে পুরো ট্রেনের ডিজেল ইঞ্জিন চুরি হয়ে গেছে।
জানা যায়, কিছুদিন আগে চুরি যাওয়া ইঞ্জিনটি মেরামতের জন্য গড়হারা রেলওয়ে ইয়ার্ডে আনা হয়েছিল। একপর্যায়ে চোরের দল সুড়ঙ্গ খুঁড়ে রেল ইঞ্জিনের এক একটি অংশ চুরি করতে শুরু করেন। এভাবে শেষ পর্যন্ত পুরো ইঞ্জিনটাই গায়েব হয়ে যায়।
এ প্রসঙ্গে মুজাফরপুরের রেলওয়ে সুরক্ষার পরিদর্শক পিএস দুবে জানান, গত সপ্তাহে গড়হারা ইয়ার্ডে মেরামতের জন্য আনা ডিজেল ইঞ্জিনটি চুরি গিয়েছে। এ ঘটনায় বারাউনি থানায় একটি মামলা করা হয়েছিল। তদন্ত চালিয়ে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
- ট্যাগ:
- জটিল
- চুরি
- ট্রেনের ইঞ্জিন