You have reached your daily news limit

Please log in to continue


দিন: দ্য ডে: ইরানে আদালতের তলব ‘বানোয়াট’, দাবি অনন্ত জলিলের

দিন: দ্য ডে সিনেমা নিয়ে ইরানের আদালতের তলব করার খবরকে ‘মিথ্যা ও বানোয়াট’ বলে দাবি করেছেন বাংলাদেশের নায়ক-প্রযোজক অনন্ত জলিল।

সেইসঙ্গে সিনেমাটির নির্মাতা অতাশ জমজমের বিরুদ্ধে মামলা করার কথাও জানিয়েছেন ঢাকাই সিনেমার এ আলোচিত নায়ক।

ইরানের সঙ্গে যৌথ প্রযোজনার সিনেমাটি নিয়ে আবারও সরব হয়েছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি দাবি করেন, আগামী ২৫ ডিসেম্বর জলিলকে নিজে অথবা তার আইনজীবীর মাধ্যমে তেহরানের ফৌজদারি আদালতে হাজির হতে হবে।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে অনন্ত জলিল গ্লিটজকে বলেন, “এটা একেবারেই বানোয়াট, মিথ্যা একটা বিষয়। সে কিছুদিন পর পর এরকম মিথ্যা বানোয়াট বিষয় সোশ্যাল মিডিয়ায় দেয়, আলোচনা তৈরি করে।“

সোশাল মিডিয়ায় ফার্সিতে লেখা একটি নথিও প্রকাশ করেছেন নির্মাতা জমজম। তার দাবি, সেটি আদালতের তলবের আদেশ। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন