ইশরাকের পর রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলো প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২২, ২০:২০

ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে বিএনপি নেতা ইশরাক হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। নাশকতার পুরোনো মামলায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে দুই আদালত আজ সোমবার এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। মতিঝিল থানার নাশকতার মামলায় ইশরাক হোসেনের বিরুদ্ধে আর পল্টন থানার নাশকতার মামলায় রুহুল কবির রিজভীর বিরুদ্ধে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।


১০ বছর আগে পল্টন থানার পুরোনো নাশকতার মামলায় রুহুল কবির রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এসিএমএম) তোফাজ্জল হোসেন। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী আতিকুর রহমান।


রিজভীর আইনজীবী তাহেরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ২০১২ সালে রমনা থানায় দায়ের করা একটি মামলায় আদালতে হাজির না থাকায় রুহুল কবির রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও