কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

টাঙ্গাইলে নাশকতার মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

ডেইলি স্টার ভূঞাপুর প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২২, ১৮:২৭

বিস্ফোরক ও নাশকতার মামলায় টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলুকে গ্রেপ্তার করেছে পুলিশ।


আজ সোমবার উপজেলার ইব্রাহীম খাঁ সরকারি কলেজ রোডের একটি দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।


যদিও পুলিশ জানিয়েছে, বিএনপির ওই নেতাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।


এর আগে, গত ১ ডিসেম্বর সকালে উপজেলার শিয়ালখোল বাজার এলাকায় ককটেল বিস্ফোরণ এবং গুলির ঘটনায় ওই দিনই বিএনপি ও সহযোগী সংগঠনের ১৬ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৬০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।


এ বিষয়ে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক হাফিজুর রহমান শাহীন দ্য ডেইলি স্টারকে বলেন, 'পুলিশের দায়ের করা মামলায় আসামি দলীয় নেতাকর্মীদের জন্য গতকাল উচ্চ আদালত থেকে আগাম জামিন নেওয়া হয়। জামিনের সেই কাগজ থানায় জমা দেওয়ার জন্য সাধারণ সম্পাদক সেলু আমার দোকানে বসেছিলেন। থানায় যাওয়ার আগেই পুলিশ এসে তাকে ডেকে নিয়ে যায়। পরে তাকে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও