প্রতিশ্রুতির চেয়ে বাণিজ্য চুক্তির অগ্রগতি কম

প্রথম আলো প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২২, ১৪:৫৮

ব্রেক্সিট বাস্তবায়নের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে গেলেও বাণিজ্যসুবিধা পাওয়ার ক্ষেত্রে এখনো পিছিয়ে রয়েছে যুক্তরাজ্য। ব্রেক্সিট-পরবর্তীকালে বাণিজ্য চুক্তিগুলো সুরক্ষিত করার লক্ষ্য পূরণ হচ্ছে না দেশটির। প্রকাশিত পরিসংখ্যানে দেখা যায়, ব্রেক্সিট চুক্তি বাস্তবায়নের পর থেকে যুক্তরাজ্যের রপ্তানিকারকের সংখ্যা ১৫ শতাংশ কমে গেছে।


২০১৯ সালের নির্বাচনে কনজারভেটিভ পার্টি তথা রক্ষণশীল দল প্রতিশ্রুতি দিয়েছিল যে নতুন বাণিজ্য চুক্তির মাধ্যমে তারা ব্রেক্সিটের কারণে খোয়ানো বহির্বাণিজ্যের ৮০ শতাংশই পুনরুদ্ধার করবে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী যুক্তরাজ্য ব্রেক্সিট-পূর্ব বাণিজ্যের সর্বোচ্চ ৬৩ শতাংশ পর্যন্ত পুনরুদ্ধার করতে পারে।


একটি সরকারি সূত্র বলেছে, বাণিজ্যের লক্ষ্য পূরণে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন বিষয়টিকে তেমন অগ্রাধিকার দিচ্ছে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও