You have reached your daily news limit

Please log in to continue


সব সংকট সামলে এগিয়ে যাওয়া সম্ভব

‘অ্যাংগ্রি ইয়াং মেন’, আধুনিক ইউরোপ বিনির্মাণের এক নিঃসঙ্গ লড়াকু প্লাটুন। শিল্প-সংস্কৃতির পুরনো জীর্ণতা, ভৌতিক গল্পকে হটিয়ে আধুনিক, উদার সংস্কৃতি প্রতিষ্ঠাই ছিল এর লক্ষ্য। বাঙালির জীবনেও এ রকম নীরব লড়াই ঘটে চলেছে। প্রথাগত লুটপাট, মৌলবাদী আচরণ, সাম্প্রদায়িক সময়কে হটিয়ে মুক্তিযুদ্ধের উত্তরাধিকার ও স্বপ্ন পুনঃপ্রতিষ্ঠায় এই লড়াই চালিয়ে যাচ্ছেন বাঙালির শান্ত সাহস শেখ হাসিনা।

ভয়ংকর বিষয় হলো, তাঁর লড়াইয়ের বিপরীতে আরেকটি ধারা ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছে। কারণ সমৃদ্ধির পথে এগোনো দেশকে পেছনের দিকে টেনে ধরতে প্রায় সব কিছুতেই উপভোগ ও সঞ্চয়ের চেয়ে খরচের নেশা ঢুকিয়ে দিতে তৎপরতা চলছে। রাজনীতি মানুষের জীবন নিয়ন্ত্রণ করে, মাধুর্য সম্পন্ন করে। কিন্তু ট্র্যাজেডি হলো, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামায়াতে ইসলামী এবং এর ছাত্রসংগঠন শিবিরকে সঙ্গে নিয়ে বিএনপি দেশের রাজনীতিকে লুট, পয়সার ছড়াছড়ি এবং অযোগ্যদের জোর করে সামনে আনার রেওয়াজ সৃষ্টি করেছে। রাজনীতিকে ‘দশটা হুন্ডা বিশটা গুণ্ডা, নির্বাচন ঠাণ্ডা’ থেকে শুরু করে অর্থ, লোভ, খুন, গুম, হত্যার পথে নিয়ে গেছে। সংগঠন কিংবা দল করে অনৈতিক সুবিধা নেওয়ার এক রাজনৈতিক চল শুরু করেছে। ফলে সব সংগঠনে চেয়ার আঁকড়ে ধরে রাখার অসুস্থ মানসিকতা প্রকট থেকে প্রকটতর হতে শুরু করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন