পর্দার দৃশ্য রেকর্ড করে রাখবে মেটার হেডসেট

প্রথম আলো প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২২, ১০:১৫

নিজেদের তৈরি কুইস্ট প্রো নামের মিক্সড রিয়েলিটি হেডসেটে থাকা অ্যাপ হালনাগাদ করেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। নতুন এই হালনাগাদ অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা পর্দায় যে দৃশ্য দেখবেন, তা ধারণ করে রাখবে মিক্সড রিয়েলিটি প্রযুক্তির হেডসেটটি।


মিক্সড রিয়েলিটি প্রযুক্তি সমর্থন করায় এই হেডসেট পড়ে ভার্চ্যুয়াল দুনিয়ার বিভিন্ন বস্তু বা ছবি চারপাশে দেখা যায়। নতুন এ হালনাগাদের ফলে পর্দার ভিডিও ধারণের পাশাপাশি বিভিন্ন গানও শোনা যাবে হেডসেটটিতে। এ জন্য বাড়তি কোনো ঝামেলাও করতে হবে না। হেডসেটের ব্রাউজার বা টুডি প্যানেল অ্যাপ থেকে পছন্দের গান বা সুর নির্বাচন করা যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও