মাদারীপুরে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলেন ভ্রাম্যমাণ আদালত
মাদারীপুরে বৈধ কাগজপত্র না থাকায় একটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (৪ ডিসেম্বর) বিকেলে কালকিনি পৌরসভার ঝুড়গাঁও এলাকায় এ ঘটনা ঘটে। কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিংকি সাহার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ঘনবসতির এক কিলোমিটারের মধ্যে ইটভাটা নির্মাণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে পরিবেশ অধিদপ্তর। কালকিনি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ঝুড়গাঁও এলাকায় বেশ কয়েকবছর আগে গড়ে ওঠে জামাল সরদারের মালিকানাধীন মেসার্স বিএসএম নামের একটি ইটভাটা। এর কালো ধোঁয়া নষ্ট করছে আশপাশের পরিবেশ। এমন কি নিয়মিত ওই ইটভাটায় জ্বালানী হিসেবে ব্যবহার করা হচ্ছে কাঠ ও গাছপালা। এমন অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের একটি দল।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ভ্রাম্যমাণ আদালত
- অবৈধ ইটভাটা