 
                    
                    গুপ্তচরবৃত্তির জন্য ব্যবহার করা হতে পারে টিকটক: এফবিআই
                        
                            জাগো নিউজ ২৪
                        
                        
                        
                         প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২২, ১৮:১১
                        
                    
                জনপ্রিয় ভিডিও-শেয়ারিং অ্যাপ টিকটক যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা জন্য উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) পরিচালক ক্রিস্টোফার রে। তার আশঙ্কা, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি চালাতে এ অ্যাপ ব্যবহৃত হতে পারে।
রোববার (৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।
প্রতিবেদনটিতে বলা হয়, গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিশিগানে যান ক্রিস্টোফার রে। সেখানে তিনি বলেন, টিকটক এমন একটি সরকারের হাতে রয়েছে, যারা আমাদের সংস্কৃতি ও মূল্যবোধকে সম্মান করে না।
‘ওই দেশটির লক্ষ্যই হলো যুক্তরাষ্ট্রের সর্বোত্তম স্বার্থের বিরোধিতা করা। তাই, আমাদের সতর্ক হওয়া উচিত।’
- ট্যাগ:
- প্রযুক্তি
- গুপ্তচরবৃত্তি
- এফবিআই
- টিকটক
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                