৩০ বছরেও উপযোগিতা হারায়নি এসএমএস সেবা

ডেইলি স্টার প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২২, ১৮:০৩

এখান থেকে প্রায় ৩০ বছর আগে প্রথমবারের মতো মোবাইল ফোনে খুদে বার্তা অর্থাৎ এসএমএস (শর্ট মেসেজিং সার্ভিস) পাঠানো হয়েছিল।


১৯৯২ সালের ৩ ডিসেম্বর যুক্তরাজ্যের বার্কশায়ারে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান ভোডাফোনের এক প্রকৌশলী একটি মোবাইলে প্রথমবারের মতো এসএমএসটি (শর্ট মেসেজিং সার্ভিস) পাঠান।


এই প্রযুক্তি ঠিক মতো কাজ করছে কী না, তা পরীক্ষা করার জন্য 'মেরি ক্রিসমাস' লিখে শুরুর বার্তাটি পাঠানো হয়।


নেইল প্যাপওয়ার্থ এই বার্তাটি প্রতিষ্ঠানের অন্যতম শীর্ষ কর্মকর্তা রিচার্ড জার্ভিসকে পাঠান। জার্ভিস সেদিন একটি বড়দিনের উৎসবে অংশ নিচ্ছিলেন। তিনি এই বার্তার কোনো জবাব দেননি।


জার্ভিসের ফোনের মডেলটি ছিল সে আমলের সবচেয়ে অত্যাধুনিক মডেল। অরবিটেল ৯০১ নামের ফোনটির ওজন ছিল ২ কেজি ১০০ গ্রাম, যা প্রায় ১২টি আইফোন ১৪ এর সমান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও