অ্যাপ থেকে গাড়ি বা বাইক নেওয়ার সময়…
অ্যাপের মাধ্যমে ভাড়ায় বাইক নেওয়া বা রাইড শেয়ারিং এখন অনেকের প্রতিদিনের সঙ্গী। ক্লাস, ব্যবসায়িক মিটিং, বিয়ে বা দৈনন্দিন নানা কাজে নিরাপদ ও ঝামেলামুক্ত যাতায়াতের জন্য রাইড শেয়ারিংই আমাদের প্রথম পছন্দ। কিন্তু একটি রাইড নেওয়ার আগে কী কী জানা বা খেয়াল করা প্রয়োজন, তা কি আমরা সবাই জানি? রাইড শেয়ারিং ট্রিপ নেওয়ার আগে আমাদের এ বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে।
তথ্য
ট্রিপবিষয়ক সব তথ্য অ্যাপে গুরুত্ব দিয়ে শেয়ার করা হয়। ট্রিপ নেওয়ার আগে চালক, গাড়ি, রেজিস্ট্রেশন নম্বর, ভাড়া–সংক্রান্ত সব তথ্য দেখে নিন এবং গাড়িতে চড়ার আগে মিলিয়ে নিন।
সেফটি গিয়ার
কারে চড়ার সময় সিটবেল্ট বেঁধে নিতে ভুলবেন না। বাইকে চড়ার সময় অবশ্যই একটি শক্তপোক্ত হেলমেট পরে নেবেন। এতে কোনো দুর্ঘটনায় আপনার মাথা আঘাত থেকে রক্ষা পাবে।
কোন বাহন আপনার জন্য
কী ধরনের বাহন চাইবেন, সে বিষয়ে পরিষ্কার ধারণা রাখুন। রাইড শেয়ারিং সার্ভিসগুলো বিভিন্ন প্রয়োজন ও পরিস্থিতির জন্য বিভিন্ন রকম পণ্য ও সেবা প্রদান করে থাকে। যেমন দ্রুত চলাচলের জন্য মটো, দল বেঁধে যাতায়াতের জন্য কার এবং একাধিক কাজের জন্য রেন্টাল ইত্যাদি।
- ট্যাগ:
- প্রযুক্তি
- টিপস
- রাইড শেয়ার