গুগল ডকে কলাম তৈরি, বাদ দেওয়া এবং ভাগ করা যায় যেভাবে

প্রথম আলো প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২২, ১২:৩৫

লেখাকে আরও বোধগম্য করতে গুগল ডকে লেখার মধ্যে কলাম তৈরি করার প্রয়োজন হয়। গুগল ডক ব্যবহারকারীরা লেখার বিভিন্ন অংশের কলাম তৈরি করতে পারেন এবং বাদ দিতে পারেন। দেখে নেওয়া যাক, কীভাবে গুগল ডকে লেখার বিভিন্ন অংশের কলাম তৈরি ও ভাগ করা যায় এবং বাদ দেওয়া যায়।


লেখার বিভিন্ন অংশে কলাম তৈরি
প্রথমে গুগল ডক থেকে একটি ডকুমেন্ট চালু করতে হবে। এরপর লেখার যে অংশে কলাম তৈরি হবে, সে অংশ নির্বাচন করে ফরম্যাটে ক্লিক করতে হবে। সেখান থেকে কলাম ক্লিক করে অ্যাপ্লাই দিতে হবে।


কলাম বাদ দেওয়া
পরিবর্তন করতে চাওয়া লেখার অংশের কলাম সিলেক্ট করতে হবে। এরপর ফরম্যাট থেকে কলামস ও ১ কলামে ক্লিক করতে হবে।


কলাম ভাগ করা
গুগল ডকে কলাম ব্রেক ফিচার ব্যবহার করা যায়। এর ফলে লেখার অংশটি পরবর্তী কলামের প্রথমে শুরু হবে। এর জন্য প্রথমে গুগল ডক থেকে ডকুমেন্ট চালু করতে হবে। কলামের যে অংশ ভাগ করতে হবে, সেখানে ক্লিক করতে হবে। এরপর ইনসার্ট থেকে ব্রেক এবং কলাম ব্রেকে ক্লিক করতে হবে।


তবে পেজহীন ফরম্যাটের ক্ষেত্রে এ ফিচার ব্যবহার করা যাবে না। ফিচারটি ব্যবহার করতে হলে ডকুমেন্ট প্রথমে পেজ ফরম্যাটে নিতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও