কাবুলে পাকিস্তান দূতাবাসে হামলার দায় স্বীকার করলো আইএস
আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তানের দূতাবাসে বন্দুক হামলার দায় স্বীকার করলো জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। শুক্রবার (২ ডিসেম্বর) ওই হামলায় এক নিরাপত্তারক্ষী আহত হন। তবে আফগানিস্তানে নিযুক্ত পাকিস্তানের চার্জ দ্য অ্যাফেয়ার্স উবাইদ-উর-রেহমান নিজামানিকে হত্যা করতেই হামলা চালানো হয় বলে দাবি করে ইসলামাবাদ।
রোববার আইএস সম্পৃক্ত টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতি প্রকাশ করা হয়। সেখানেই এ হামলার দায় স্বীকার করে তারা।
ওই হামলায় নিরাপত্তারক্ষী আহত হলেও নিজামানি অক্ষত আছেন বলে পরে জানায় পাকিস্তান।
আইএস এটাও দাবি করে মাঝারি ও স্নাইপার অস্ত্র দিয়ে দুই সদস্য এ হামলা চালিয়েছে। তাদের হামলার টার্গেটে ছিল রাষ্ট্রদূত ও তার নিরাপত্তা রক্ষীরা।