আকাশ ভ্রমণে এয়ারপ্লেন মোডের শর্ত তুলে দিচ্ছে ইউরোপ
শীঘ্রই আকাশে পুরোদমে ফোন ব্যবহারের সুযোগ পাবেন ‘ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)’র অন্তর্ভূক্ত এয়ারলাইন যাত্রীরা। এর ফলে, ফোনের ‘এয়ারপ্লেন মোড’ ইতিহাস হয়ে যাবে কি না, সেটিই এখনকার প্রশ্ন।
ইউরোপীয় কমিশনের তথ্য অনুযায়ী, তুলনামূলক ধীরগতির মোবাইল ডেটার পাশাপাশি প্লেনে ৫জি প্রযুক্তির সুবিধা দিতে পারবে বিভিন্ন এয়ারলাইন।
এর মানে সম্ভবত, আকাশপথের নিয়মিত যাত্রীদের ফোনে আর এয়ারপ্লেন মোড চালুর প্রয়োজন নেই। তবে, এই ব্যবস্থা কীভাবে চালু হবে, ওই বিষয়টি পরিষ্কার নয়।
প্লেনের জন্য ‘৫জি ফ্রিকোয়েন্সি ব্যান্ড’ কিনতে সদস্য রাষ্ট্রগুলোর হাতে সময় আছে ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত।
এর মানে, ফ্লাইটের মধ্যবর্তী সময়ে কলের পাশাপাশি তুলনামূলক বেশি ডেটা খরচ করা বিভিন্ন অ্যাপের মাধ্যমে মিউজিক ও ভিডিও স্ট্রিমের সুবিধা পাবেন যাত্রীরা।
ইইউ’র অভ্যন্তরীণ বাজার বিভাগের প্রধান থিয়েরি ব্রেটন বলেছেন, মানুষের জন্য ‘বিভিন্ন উদ্ভাবনী পরিষেবা চালুর’ পাশাপাশি ইউরোপীয় কোম্পানিগুলোর বিস্তৃতি বাড়াতেও সাহায্য করবে এই পরিকল্পনা।
- ট্যাগ:
- প্রযুক্তি
- এয়ারপ্লেন মোড