কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

'বর্ডার' ছাড়পত্র পেল 'সুলতানপুর' হয়ে, আগামী বছরের শুরুতে মুক্তি

সমকাল প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২২, ২১:০৭

সীমান্তবর্তী এলাকার মানুষের জীবনযাপন নিয়ে ‘বর্ডার’ নামে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন সৈকত নাসির। ছবিটি মুক্তির জন্য সেন্সর বোর্ডে জমাও দেওয়া হয়। কিন্তু সেসময় সিনেমাটির নাম ও বেশকিছু দৃশ্য নিয়ে আপত্তি জানান বোর্ড সদস্যরা। ফলে আটকে যায় 'বর্ডার' এর যাত্রা। সেই 'বর্ডার' এবার হয়ে এলো 'সুলতানপুর' নামে।


সেন্সর বোর্ডের আপত্তি অনুযায়ী নাম পরিবর্তন ও দৃশ্য সংশোধন করে ফের জমা দেওয়া হলে এবার আনকাট ছাড়পত্র পায় ছবিটি।


রোববার সমকালের সঙ্গে আলাপে ছবিটির পরিচালক সৈকত নাসির জানান, ''বর্ডার-এর পরিবর্তিত নাম 'সুলতানপুর'। ছবিটি আনকাট ছাড়পত্র পেয়েছে এবার। এমনকী সেন্সর বোর্ডের সদস্যরা ফোন করে ছবিটির প্রশংসা করেছেন।''


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও