You have reached your daily news limit

Please log in to continue


গলায় কালচে দাগ কীসের লক্ষণ?

গলায় কালচে দাগ অনেকই স্বাভাবিকভাবে নেন। ভাবেন শরীরের ময়লা। তবে গলায় এসব কালচে দাগ দেখলে সতর্ক হওয়া দরকার। এগুলো হতে পারে নানা ধরনের বড় অসুখের লক্ষণ।

তেমনই একটি থাইরয়েডের সমস্যা। নারী-পুরুষ উভয়ই এই সমস্যায় ভুগতে পারেন। তবে নারীদের মধ্যেই থাইরয়েডের সমস্যা বেশি দেখা দেয়। গলার কালচে দাগ এই রোগের অন্যতম লক্ষণ। 

থাইরয়েড হরমোনের মাত্রা ওঠা-নামা করার কারণে এমনটি ঘটে। আসলে থাইরয়েডের মাত্রায় গোলমাল হলেই কালচে দাগ পড়ে গলায়।

ঠিকমতো ঘুম না হওয়া বা অনিদ্রার লক্ষণও কিন্তু থাইরয়েডের ভারসাম্য ঠিক না থাকার কারণে ঘটে। তবে অতিরিক্ত ঠান্ডা বা শীত শীত অনুভূত হওয়াও কিন্তু থাইরয়েডের আরেকটি এক লক্ষণ।

এছাড়া ভিটামিন সি’এর অভাবেও শরীরের বিভিন্ন অংশে এমন কালচে দাগ দেখা যেতে পারে। শুধু কালচে দাগই নয়, শরীরের বিভিন্ন স্থানে কালচে হয়ে ফুলে যায়। পায়ের গোড়ালি, হাতের পেশিতে এমনকি ছোট ছোট ফোঁড়ার মতোও দেখা দেয় ভিটামিন সি’ এর অভাবে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন