You have reached your daily news limit

Please log in to continue


প্রিয়জনকে জড়িয়ে ধরার দিন আজ

ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে প্রিয়জনকে জড়িয়ে ধরেন কমবেশি সবাই। প্রিয়জন বলতে যে শুধু সঙ্গী বা প্রেমিক-প্রেমিকাকেই বোঝায় তা কিন্তু নয়।

মা-বাবা, ভাই-বোন, বন্ধু-বান্ধবী সবাই প্রিয়জনের কাতারে পড়তে পারেন। খুব বেশি আনন্দের সময় যেমন আমরা প্রিয়জনকে জড়িয়ে ধরি, আবার কাউকে সান্ত্বনা দিতেও বুকে টেনে ধরেন অনেকেই।

আলিঙ্গন বিশ্বাস, ভালোবাসা, বন্ধুত্ব ও স্নেহের অনুভূতি বাড়াতে সাহায্য করে। আজ কিন্তু প্রিয়জনকে জড়িয়ে ধরার দিন। অর্থাৎ ‘লেটস হাগ ডে’ আজ। ৩ ডিসেম্বর এ দিবসটি বিশ্বের বিভিন্ন দেশে পালিত হয়।

এই দিবসটি কবে থেকে ও কী কারণে পালন করা শুরু হয় সে বিষয়ে তেমন সুস্পষ্ট তথ্য পাওয়া যায় না। তবে জানা গেছে, কেভিন জাবর্নি নামের এক ব্যক্তি এই দিনের পেছনে মাস্টারমাইন্ড ছিলেন।

কেভিন জাবর্নি জনসমক্ষে একে অপরের প্রতি স্নেহ দেখাতে লোকদের উৎসাহিত করতেই প্রথম জাতীয় আলিঙ্গন দিবস উদযাপন করেন। এই দিবসের মূল উদ্দেশ্য হলো, একে অপরের প্রতি স্নেহ প্রদর্শন করা, যা আলিঙ্গনের মাধ্যমে প্রকাশ করা হয়।

আলিঙ্গনের অনেক স্বাস্থ্য উপকারিতাও আছে। জানলে অবাক হবেন, বেশ কিছু গবেষণা প্রমাণ করেছে আলিঙ্গন ভালো হরমোন নিঃসরণ বাড়া, যা রক্তচাপ ও মানসিক চাপের মাত্রা কমাতে সাহায্য করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন