You have reached your daily news limit

Please log in to continue


সহজ উপায়ে শেখার সুযোগ দিচ্ছে রিভ চ্যাট

বাংলাদেশের এসএএএস কোম্পানি রিভ চ্যাট এবার ভারতের এডটেক আইনিউরনকে দিচ্ছে কমিউনিকেশন ও সাপোর্ট প্ল্যাটফর্ম। রিভ চ্যাট ইন্টিগ্রেট করার মাধ্যমে কোম্পানিটি ৫০ হাজারেরও বেশি শিক্ষার্থীকে কার্যকর উপায়ে শিক্ষকদের কাছ থেকে অনলাইন সাপোর্ট নেওয়ার সুযোগ করে দিয়েছে।

শিক্ষার্থীরা নিজ নিজ ড্যাশবোর্ড থেকে খুব সহজেই উন্নতমানের ভয়েস ও ভিডিও কল, চ্যাটবট, লাইভ চ্যাট, কো-ব্রাউজিং ইত্যাদি ফিচার ব্যবহারের মাধ্যমে আরও সহজ উপায়ে শেখার সুযোগ পাচ্ছেন।

আইনিউরনের সিইও সুধাংশু কুমার বলেন, ‘অনলাইন শিক্ষাকে প্রাণবন্ত করে তুলতে আমাদের প্রচেষ্টাকে সহজ করে দিয়েছে রিভ চ্যাট। বিশেষত কো-ব্রাউজিং ফিচার আমাদের প্ল্যাটফর্মের জন্য অত্যন্ত উপকারী। আমাদের শিক্ষকরা কো-ব্রাউজিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের কম্পিউটারে সরাসরি এক্সেস না নিয়েই তাদের প্রয়োজনীয় বিষয় খুব সহজে দেখাতে পারেন ও দিক-নির্দেশনা দিতে পারেন।’

রিভ গ্রুপের সিইও এম রেজাউল হাসান বলেন, ‘অনলাইন লার্নিং বর্তমানে অত্যন্ত জনপ্রিয়। এ শিখন পদ্ধতির কার্যকারিতা কীভাবে বাড়ানো যায়, সেটি নিয়েই কাজ করছে রিভ চ্যাট। আমাদের প্ল্যাটফর্ম আইনিউরনকে তাদের ই-লার্নিং আরও ইন্টারেক্টিভ করে তুলতে দারুণভাবে সাহায্য করছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন