শেয়ারের দাম বাড়ায় দাপট দেখালো ‘পচা’ জুট স্পিনার্স

জাগো নিউজ ২৪ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২২, ১১:৫৬

বাজারে দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে লোকসানে পতিত হয়ে বছরের পর বছর বিনিয়োগকারীদের কোনো ধরনের লভ্যাংশ না দেওয়া জুট স্পিনার্স। এই কোম্পানির শেয়ার এক শ্রেণির বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে থাকায় সপ্তাহজুড়েই দাম বেড়েছে। ফলে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার শীর্ষ স্থানটি দখল করেছে কোম্পানিটি। গত সপ্তাহজুড়ে জুট স্পিনার্সের শেয়ার দাম বেড়েছে ২২ দশমিক ৩৫ শতাংশ। টাকার অঙ্কে বেড়েছে ৪৪ টাকা ২০ পয়সা।


সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ২৪২ টাকা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ১৯৭ টাকা ৮০ পয়সা। শেয়ারের এমন দাম বাড়া কোম্পানিটির উৎপাদন নানা সমস্যায় পড়ে ২০১৬ সালের জুনে বন্ধ হয়ে যায়। তবে চলতি বছরের ১৫ সেপ্টেম্বর ডিএসই’র মাধ্যমে পরীক্ষামূলক উৎপাদন শুরুর ঘোষণা দেয় জুট স্পিনার্স। এই ঘোষণার পর আড়াই মাস কেটে গেলেও এখনো উৎপাদনে ফিরতে পারেনি কোম্পানিটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও