নখের সাধারণ পরিবর্তনও অবহেলা করবেন না
মানুষমাত্রেরই নখ ভিন্ন ভিন্ন। তবে নখ রোগাক্রান্ত হলে নখের রঙ, পুরুত্ব এবং বৃদ্ধিতে পরিবর্তন আসে। নখে আঘাত পেলে, শরীরের অন্য রোগ বা শারীরিক কোনো পরিবর্তনে এই পরিবর্তন আসতে পারে। তবে পরিবর্ত যেভাবেই হোক, অবহেলা করা মোটেও উচিত নয়।
যেসব পরিবর্তন হয় : বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে প্রোটিনের ঘাটতি হলে নখ পাতলা ও ভঙ্গুর হয়ে যেতে পারে; শক্ত, ঘোলা বা বিবর্ণও হয়ে যেতে পারে। গর্ভবতী নারীর নখ এ সময়ে নরম হয় এবং সহজে ভেঙে যায়। নখে কোনো আঘাত লাগলে নখের রঙ বদলে যেতে পারে। আঘাতের মাত্রা বেশি হলে নখের জোড়া দুর্বল হয়ে যায়। তখন নখ মাংস থেকে আলগা হয়ে পরে। আবার ছয় মাসের মধ্যেই সুস্থ নখ তৈরি হয়ে যায়। তবে পায়ের নখের ক্ষেত্রে নতুন নখ উঠতে ১৮ মাসের মতো সময় লাগতে পারে। দাঁত দিয়ে নখ কামড়ালে নখের ক্ষতি হয়, সহজে ভেঙে স্বাভাবিক আকৃতি নষ্ট হয়ে যায়। আবার মুখ থেকে জীবাণু নখ ও নখের আশপাশের ত্বকে প্রবেশ করে ইনফেকশনের আশঙ্কা বাড়ায়।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- নখের যত্ন
- নখের স্বাস্থ্য
- নখের দাগ