মুদ্রায় বেঁচে থাকা এক সম্রাট

দেশ রূপান্তর প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২২, ১১:০৬

তৃতীয় শতকের রোমান সম্রাট স্পন্সিয়ান। ইতিহাসের বাইরের কাল্পনিক এক চরিত্র হিসেবেই এত দিন দেখা হতো তাকে। কিন্তু ৩০০ বছরের প্রাচীন এক স্বর্ণমুদ্রা নতুন করে অস্তিত্বের প্রমাণ দিল তার। গবেষকদের দাবি, রোমান সম্রাট স্পন্সিয়ান বাস্তবে ছিলেন। লিখেছেন নাসরিন শওকত


একটি স্বর্ণমুদ্রা


দীর্ঘদিন ধরে যার সঠিক অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছিল না। একসময় নকল বলে বিশ^াসও করা হতো। আজ তা ইতিহাসের অতলে ডুবে থাকা এক সাম্রাজ্যকে সবার সামনে তুলে ধরেছে। প্রাচীন এই মুদ্রাটি তৃতীয় শতকের রোমান এক সম্রাটের শাসনামলের বলে প্রমাণিত হয়েছে এখন। রোমান ওই সম্রাটের নাম স্পন্সিয়ান। তিনি ছিলেন মূলত ইউরোপের একটি বিচ্ছিন্ন রোমান রাজ্যের সামরিক কমান্ডার। যাকে এত দিন এক কাল্পনিক চরিত্র হিসেবেই তুলে ধরা হয়েছে। কিন্তু ইতিহাসে তার অস্তিত্ব ছিল কি না, তা নিশ্চিত করা যায়নি এত দিন। তবে এখন মনে হচ্ছে, স্পন্সিয়ান বাস্তবে ছিলেন। কারণ প্রাচীন সেই সময়কার চারটি স্বর্ণমুদ্রা পাওয়া গেছে। যার একটি বর্তমানে যুক্তরাষ্ট্রের গ্লাসগোর হান্টারিয়ান বিশ^বিদ্যালয়ের জাদুঘরে রয়েছে। স্বর্ণমুদ্রাগুলোর ওপর গবেষণার পর দেখা যায়, ওই মুদ্রাগুলোর একটিতে সম্রাট স্পন্সিয়ানের নাম ও ছবি খোদাই করা রয়েছে। গবেষকরা দাবি করছেন, প্রাচীন একটি স্বর্ণমুদ্রায়-খচিত সম্রাট স্পন্সিয়ানের নাম ও ছবি। যা প্রমাণ করে তার অস্তিত্ব ছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে