You have reached your daily news limit

Please log in to continue


দ্বিগুণ শক্তিশালী সনির সেন্সরসহ আসবে আইফোন ১৫

অ্যাপলের পরবর্তী আইফোনের জন্য অত্যাধুনিক সেন্সর সরবরাহ করবে সনি গ্রুপ। নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে বলা হয়, আগামী বছর উন্মোচিত হতে যাওয়া আইফোন ১৫ ফোনের সেন্সর সরবরাহ করবে জাপানভিত্তিক কোম্পানিটি। বাজারে প্রচলিত মডেলের আইফোনে ব্যবহূত সেন্সরের চেয়ে দ্বিগুণ শক্তিশালী হবে সনির নতুন সেন্সরটি।

নতুন ইমেজ সেন্সর উৎপাদন করে সনি সেমিকন্ডাক্টর সলিউশনস। জাপানের নাগাসাকি কারখানায় নির্মিত ওই সেন্সরগুলো অ্যাপলসহ অন্যান্য স্মার্টফোন নির্মাতা কোম্পানির কাছে পাঠানো হয়।

বর্তমানে উন্নততর ক্যামেরা নিয়ে প্রযুক্তি কোম্পানিগুলোর মধ্যে তীব্র প্রতিযোগিতার বিষয়টি আমলে নিয়ে আইফোনে নতুন ইমেজ সেন্সর সরবরাহ করা সনির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। প্রধান প্রতিদ্বন্দ্বী স্যামসাংয়ের কাছে এমনিতেই চাপের মুখে রয়েছে জাপানি কোম্পানিটি। অ্যাপলের ক্যামেরা সেন্সর সরবরাহকারীর তালিকায় স্যামসাং অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান নিয়ে রেখেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন