কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


মালয়েশিয়ার নির্বাচন ও আনোয়ার ইব্রাহিমের প্রত্যাবর্তন

মো. হাসান তারেক কয়েকদিনের নাটকীয়তা শেষে গত ২৪ নভেম্বর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিরোধী জোট পাকাতান হারাপানের নেতা আনোয়ার ইব্রাহিম। জাতীয় নির্বাচনের পাঁচদিন পর ইস্তানা নেগারা রাজপ্রাসাদে রাজা আল-সুলতান আবদুল্লাহ তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন এবং তাকে শপথ বাক্য পাঠ করান।

মালেশিয়ায় কয়েক বছর ধরে রাজনৈতিক অস্থিতিশীলতা চলছে। প্রায় সাড়ে চার বছরে মালয়েশিয়ায় আমরা তিনজন প্রধানমন্ত্রীকে দেশ চালাতে দেখেছি, যা দেশটির রাজনৈতিক ইতিহাসে এক ব্যতিক্রমী ঘটনা। এই রাজনৈতিক অস্থিতিশীলতা নিরসনের লক্ষ্যেই গত শনিবার দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচন তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও অংশগ্রহণমূলক হলেও কোনো দল বা জোটই এই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এই নির্বাচনের ফলাফলে দেখা যায়, আনোয়ার ইব্রাহিমের সরকারবিরোধী জোট পাকাতান হারাপান ২২২টি আসনের মধ্যে ৮২টি আসন পেয়ে প্রথম হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন