ড্র করলেও গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২২, ১২:৫৭

পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের দ্বিতীয়পর্বে খেলা নিশ্চিত হয়ে গেছে। ক্যামেরুনের বিপক্ষে আজ (শুক্রবার) ড্র করলেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবে তিতের দল। হারলেও সমস্যা নেই। লুসাইল স্টেডিয়ামে 'জি' গ্রুপের ম্যাচে আজ বাংলাদেশ সময় রাত একটায় মুখোমুখি হচ্ছে ব্রাজিল আর ক্যামেরুন। একই সময়ে গ্রুপের অপর ম্যাচে স্টেডিয়াম ৯৭৪-এ খেলবে সুইজারল্যান্ড আর সার্বিয়া।


এই গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে ব্রাজিল। সুইজারল্যান্ডের পয়েন্ট ৩, ক্যামেরুন আর সার্বিয়ার এক পয়েন্ট করে। ব্রাজিল ক্যামেরুনের বিপক্ষে জিতলে ৯ পয়েন্ট নিয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হবে। ড্র করলেও হবে। এমনকি হারলেও গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকবে, তবে সেক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে সুইজারল্যান্ড-সার্বিয়ার ম্যাচের দিকে। ওই ম্যাচে সুইজারল্যান্ড জিতে গেলে গোল ব্যবধান হিসেব হবে, হারলে ব্রাজিলই গ্রুপ চ্যাম্পিয়ন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও