![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-12%252Fcf7e36af-67c3-4a10-b30b-c6f5fff36fa4%252FMymensingh_DH0771_20221201_Mymensingh_Sommelan_PIC__2_.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
ময়মনসিংহে আ.লীগের সম্মেলন, পোস্টার–ফেস্টুনে ছেয়ে গেছে শহর
ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে পদপ্রত্যাশী নেতাদের তোরণ, ফেস্টুন আর পোস্টারে ছেয়ে গেছে ময়মনসিংহ নগর। আগামী শনিবার ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে বেলা ১১টার দিকে সম্মেলন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সম্মেলনস্থলে চলছে মঞ্চ নির্মাণের কাজ।
আজ বৃহস্পতিবার সকাল থেকে নগরের জিলা স্কুল মোড়, নতুন বাজার মোড়, টাউন হল মোড় এলাকা ঘুরে দেখা গেছে, বিভিন্ন স্থানে ফুটপাত বন্ধ করে তোরণ নির্মাণ করা হয়েছে। সড়ক বিভাজকে ফেস্টুনের কারণে সড়কের এক পাশ থেকে অন্য পাশে যাওয়া যাচ্ছে না। জেলা ও মহানগরে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী নেতাদের পক্ষে তাঁদের কর্মীরা এসব তোরণ আর ফেস্টুন লাগিয়েছেন।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ২ সপ্তাহ আগে
১০ মাস, ২ সপ্তাহ আগে
১০ মাস, ২ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে