সান ফ্রান্সিসকোর পুলিশকে ‘হত্যাকারী রোবট’ ব্যবহারের অনুমতি

www.ajkerpatrika.com সানফ্রান্সিসকো প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২২, ১৩:০৮

হত্যা করতে সক্ষম এমন রোবট ব্যবহার করতে পুলিশকে অনুমতি দেওয়ার পক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরের বোর্ড অফ সুপারভাইজার। এর ফলে এখন থেকে শহরটির পুলিশ বিপজ্জনক পরিস্থিতি মোকাবিলায় বিস্ফোরকবাহী রোবট মোতায়েন করতে পারবে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 


স্টপ কিলার রোবটস গ্রুপের কর্মকর্তা ক্যাথরিন কনোলি বলেছেন, এই পদক্ষেপটি মানুষকে হত্যা থেকে দূরে রাখার সবচেয়ে খারাপ উপায়। সান ফ্রান্সিসকোর পুলিশ বিভাগ (এসএফপিডি) বিবিসিকে বলেছে, তারা বর্তমানে প্রাণঘাতী অস্ত্র দিয়ে সজ্জিত কোনো রোবট পরিচালনা করে না। তবে ভবিষ্যতে বিশেষ পরিস্থিতি মোকাবিলায় তারা প্রাণঘাতী অস্ত্র-সজ্জিত রোবট ব্যবহার করতে পারে। 


সান ফ্রান্সিসকো পুলিশের একজন মুখপাত্র বলেছেন, সহিংস, সশস্ত্র বা বিপজ্জনক পরিস্থিতি মোকাবিলার জন্য রোবটগুলোকে বিস্ফোরক দিয়ে সজ্জিত করা হতে পারে। রোবটগুলো সহিংস, সশস্ত্র, বিপজ্জনক ও জীবনের জন্য হুমকি হতে পারে এমন ব্যক্তিকে চিহ্নিত করে তাকে নিষ্ক্রিয় করতে পারে। আইনজীবীরা বলছেন, এই রোবটগুলো শুধু চরম পরিস্থিতিতেই ব্যবহার করা হবে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও