আর্জেন্টিনা–পোল্যান্ড লড়াইয়ের অতীত ইতিহাস জেনে নিন
প্রথম আলো
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২২, ২১:৫৯
দোহায় আজ বাংলাদেশ সময় রাত ১টায় পোল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। জিতলেই বিশ্বকাপের শেষ ষোলোয় নাম লেখাবে লিওনেল স্কালোনির দল। ইউরোপের দলটির বিপক্ষে বিশ্বকাপে ১–১ ব্যবধানে সমতায় রয়েছে আর্জেন্টিনা। ব্যবধানটা বাড়িয়ে এগিয়ে যাওয়ার সুযোগটা কি আজ নিতে পারবেন লিওনেল মেসিরা?
সময়ই বলে দেবে মেসিরা তা করতে পারবেন কি না। তবে ১–১ ব্যবধানে সমতার বিষয়টি আগে ব্যাখ্যা করা যাক। বিশ্বকাপে এর আগে দুবার পোল্যান্ডের মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা।
১৯৭৪ বিশ্বকাপে স্টুর্টগার্টে প্রথম রাউন্ডের ম্যাচে পোল্যান্ডের কাছে ৩–২ গোলে হেরেছিল লাতিন আমেরিকার দলটি। ভুয়াদিস্লাভ জামুদা–গজেগজ লাটোদের সেই প্রজন্ম দারুণ খেলেছিল মারিও কেম্পেস–র্যামন হেরেদিয়াদের বিপক্ষে।