হাঁপানি রোগীর হঠাৎ টান উঠলে কী করব

প্রথম আলো প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২২, ২০:১৪

শীতকালে হাঁপানি রোগীর আকস্মিক টান ওঠা স্বাভাবিক। বিশেষ করে হঠাৎ ঠান্ডা আবহাওয়ায়, ধুলাবালু লাগলে, ঘর ঝাড়পোছ করলে বা ফুলের পরাগরেণুর সংস্পর্শে রোগীর টান ওঠে। ভাইরাস সংক্রমণ, সর্দিকাশিও এ সমস্যার জন্য দায়ী।


অ্যাজমা বা হাঁপানি থাকলে আকস্মিক শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার এই সমস্যাকে বলে অ্যাকিউট এক্সাজারবেশন। এ সময় রোগীর শ্বাস দ্রুত হয়ে পড়ে, বুকে বাঁশির মতো শব্দ হতে থাকে। শ্বাসকষ্ট হয়, বাতাস নিতে কষ্ট বোধ করেন রোগী। পাঁজরের পেশি দেবে যেতে থাকে প্রতি শ্বাসের সময়। দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে অক্সিজেনের অভাবে ঠোঁট, নখ, জিবের ডগা নীল হতে থাকে।


হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে বাড়িতে প্রথমে চিকিৎসা শুরু করতে হবে। এ সময় কী করণীয় জেনে নিই—

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও