কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ব্যাংক নিয়ে ভাবনা

বাংলা ট্রিবিউন সৈয়দ ইশতিয়াক রেজা প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২২, ২০:১০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাংক খাতের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছেন। গত সোমবার মন্ত্রিপরিষদের সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব বলেন,  ব্যাংক খাত নিয়ে মিটিংয়ে অনির্ধারিত আলোচনা হয়েছে এবং নির্দেশনা দেওয়া হয়েছে ব্যাংকিং ও আর্থিক বিভাগকে। মন্ত্রী পরিষদ সচিব বলেন, চারদিকে এত কথাবার্তা উঠছে, আসল চিত্রটা কী সেটা নিশ্চিত হতে চাচ্ছেন সরকার প্রধান। সম্প্রতি ইসলামী ব্যাংকসহ দেশের বিভিন্ন ব্যাংক থেকে টাকা উঠিয়ে নেওয়াসহ নানা আলোচনা-সমালোচনার পরিপ্রেক্ষিতে এই নির্দেশনা এসেছে বলে ধরে নেওয়া যায়।


ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর অনিয়ম একযুগেরেও বেশি সময় ধরে আলোচনায়। শুরু হয়েছিল সোনালী ব্যাংকের হলমার্ক কেলেঙ্কারি দিয়ে। এরপর অনেক ঘটনা ঘটেছে। বেসিক ব্যাংক, ফার্মার্স ব্যাংক লোপাট হয়েছে। বিসমিল্লাহ গ্রুপ, ক্রিসেন্ট গ্রুপের নামে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগ অনেক দিনের। সাড়ে তিন হাজার কোটি টাকা লোপাটের জন্য দেশের আর্থিক খাতে আলোচিত নাম প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদার। এখন শোনা যাচ্ছে বেনামি কোম্পানি খুলেও হাজার হাজার কোটি টাকা সরিয়েছে অনেকে। ভুয়া ঠিকানা ও কাগুজে কোম্পানি খুলে  ইসলামী ব্যাংক থেকে ২৭০০ কোটি টাকা তুলে নেওয়া হয়েছে বলে খবর বেরিয়েছে, যদিও সেই সংবাদের প্রতিবাদ জানিয়েছে ইসলামী ব্যাংক। তবে প্রতিবাদ জোরালো নয় ততটা। ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক থেকেও বেরিয়ে গেছে অনেক টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও