দেড় দিনে তাইজুল-খালেদদের শিকার ৫ উইকেট
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২২, ১৯:৫৬
আগের দিন ৩৬ ওভার বোলিং করে ভারত ‘এ’ দলের একটি উইকেটও নিতে পারেননি বাংলাদেশ ‘এ’ দলের বোলাররা। আজ (বুধবার) দ্বিতীয় দিনের তিন সেশনে ৮১ ওভার বোলিং করে তাইজুল-খালেদরা শিকার করেছেন ৫ উইকেট। তাইজুল-নাঈম-খালেদ-রেজাউরদের নখদন্তহীন বোলিংয়ের সুযোগ নিয়ে দিনশেষে ৪০৪ রান করেছে ভারতীয় দলটি।
কক্সবাজারের শেখ কামাল স্টেডিয়ামে ৬১ রান নিয়ে যশস্বী জয়সওয়াল ও ৫৩ রান নিয়ে অভিমন্যু ঈশ্বরন শুরু করেন দ্বিতীয় দিনের খেলা। আগের দিন হাফসেঞ্চুরি ছোঁয়া এই দুই ব্যাটার আজ সেঞ্চুরি পেয়েছেন। বাংলাদেশের কোনও বোলার তাদের জন্য হুমকি হতে পারেননি। ওপেনিংয়ে দুইজন মিলে ২৮৩ রানের জুটি গড়েন। জয়সওয়াল ২২৬ বলে ২০ চার ও ১ ছক্কায় ১৪৫ রানের ইনিংস খেলেন। অন্যদিকে অভিমন্যু ২৫৫ বলে ১১ চার ও ১ ছক্কায় ১৪২ রানের ইনিংস খেলেন।
- ট্যাগ:
- খেলা
- ক্রিকেট
- বাংলাদেশ ক্রিকেট দল
- বোলিং কোচ
- বোলিং