আলবেনিয়ার নাগরিকত্ব পেলেন পপ স্টার ডুয়া লিপা

বিডি নিউজ ২৪ আলবেনিয়া প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২২, ১৩:৫১

আলবেনিয়ার কল্যাণে অবদানের স্বীকৃতি হিসেবে দেশটির নাগরিকত্ব পেলেন ব্রিটিশ পপ স্টার ডুয়া লিপা, যিনি নিজেও আলবেনিয়ার বংশোদ্ভূত।


সিএনএন জানিয়েছে, ডুয়া লিপা তার ফাউন্ডেশনের অর্থ আলবেনিয়ার কল্যাণে ব্যয় করায় এবং তার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে তাকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে।


তাকে ‘আলবেনীয় অভিবাসী কন্যা’ হিসেবে বর্ণনা করে দেশটির প্রেসিডেন্ট বাজরাম বেগাজ বলেছেন, লিপা এই দেশকে গর্বিত করেছেন।


“অতুলনীয় ডুয়া লিপাকে আলবেনিয়ার নাগরিকত্ব দিতে পেরে আমরা খুশি। বিশ্বব্যাপী নিজের ক্যারিয়ার আর গুরুত্বপূর্ণ সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি আমাদের গর্বিত করেছেন।”


টুইটে ডুয়া লিপাও একে ‘বিরাট সম্মান’ হিসাবে বর্ণনা করেছেন। অটোম্যান সাম্রাজ্য থেকে আলবেনিয়ার স্বাধীনতা লাভের ১১০তম বার্ষিকীর আগ মুহূর্তে এই মর্যাদা পেলেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও