You have reached your daily news limit

Please log in to continue


‘ডিজিকনসিক্স এশিয়া’ মঞ্চে বাংলাদেশের স্বর্ণজয়ী তৈমুর

জাপানে অনুষ্ঠিত ‌২৪তম ‘ডিজিকনসিক্স এশিয়া অ্যাওয়ার্ড’ আসরে অংশ নিয়ে ঢাকায় ফিরলেন বাংলাদেশের স্বর্ণজয়ী নির্মাতা নূর ই আলম তৈমুর। 

গত ১৯ নভেম্বর রাজধানী টোকিওতে এটি অনুষ্ঠিত হয়।

২০২০ সালে ‘লিম্বো’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বানান তৈমুর। গত আগস্টে এটি ‘ডিজিকনসিক্স বাংলাদেশ’ প্রতিযোগিতায় গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করে। মূলত সেই সূত্রেই গত ১৯ নভেম্বর জাপানে অনুষ্ঠিত ‘ডিজিকনসিক্স এশিয়া’ প্রতিযোগিতায় অংশগ্রহণের আমন্ত্রণ পান তৈমুর। সেখানে ছবিটি প্রদর্শনের পাশাপাশি নির্মাতাকে সম্মাননা জানানো হয়।

তৈমুর জানান, টিবিএস টেলিভিশন কোম্পানি লিমিটেড এবং জাপানের মিনিস্ট্রি অব ইন্টারনাল অ্যাফেয়ার্স অ্যান্ড কমিউনিকেশনস-এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত ‘ডিজিকনসিক্স এশিয়া’ প্রতিযোগিতার লক্ষ্য হলো, এশিয়ার আগামী চলচ্চিত্র নির্মাতাদের দর্শকদের সামনে নিয়ে আসা। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন