নির্বাচন কমিশনে অমিত শাহর বিরুদ্ধে নালিশ
গুজরাটে নির্বাচনী ভাষণে মুসলমানদের উদ্দেশে ‘উচিত শিক্ষা’ দেওয়ার প্রসঙ্গ তোলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে নালিশ জমা পড়েছে। ভারত সরকারের এক সাবেক আমলা ও অধিকার রক্ষা আন্দোলনকর্মী সংগঠনের পক্ষে ভারতের নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়ে বলা হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনী আচরণবিধি শুধু ভঙ্গই করেননি, সমাজে বিভাজন সৃষ্টিরও চেষ্টা করেছেন। এটা শাস্তিযোগ্য অপরাধ। তাই তদন্ত করে তাঁকে শাস্তি দেওয়া হোক।
আবেদনকারীরা ‘পরিস্থিতি অনুকূল নয়’ দাবি করে গুজরাট নির্বাচন অনির্দিষ্টকাল স্থগিত রাখতে কমিশনকে অনুরোধ করেছেন।