বাংলাদেশ-ইইউ রাজনৈতিক সংলাপ ও ভবিষ্যৎ

সমকাল নিক পাওয়েল প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২২, ১৭:৪৫

বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সম্পর্ক প্রায় ৫০ বছরের। ১৯৭৩ সালে ইউরোপীয় প্রতিষ্ঠানগুলো যখন সদ্য স্বাধীন বাংলাদেশের উন্নয়নে সম্পৃক্ত হয়, তখন থেকেই উভয়ের মধ্যকার সম্পর্ক আরও শক্তিশালী হয়। তবে প্রথমবারের মতো বাংলাদেশ-ইইউ রাজনৈতিক সংলাপের আয়োজন হয় গত ২৪ নভেম্বর বৃহস্পতিবার। এ সংলাপের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা এক নতুন মাত্রা লাভ করে।


এখন থেকে নিয়মিত প্রতি বছর এ সংলাপের আয়োজন করা হবে। সে ক্ষেত্রে উচ্চ পর্যায়ের এ সংলাপটি এক বছর ঢাকায় হবে, পরের বছর ইউরোপীয় ইউনিয়নের সদরদপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে। আশা করা যাচ্ছে, এ সংলাপ যেমন কৌশলগত দিকনির্দেশনা প্রদান করবে, তেমনি বৈদেশিক ও নিরাপত্তানীতি সহযোগিতা আরও বৃদ্ধি করবে। প্রথমবারের এ সংলাপে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা চুক্তির প্রস্তাব দিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও