কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

টয়োটার নতুন গাড়ি আসছে

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২২, ১২:২৬

বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা নিউ জেনারেশন ইনোভা হাইক্রস গাড়ি লঞ্চ করতে চলেছে ভারতে। ধারণা করা হচ্ছে, আগামী বছর শুরুর দিকে এই গাড়ি দেশে লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। এরই মধ্যে গাড়ির বুকিং শুরু হয়েছে ভারতে। অসংখ্য নতুন ফিচারের সঙ্গে আসছে গাড়িটি।


নতুন টয়োটা ইনোভা হাইক্রস গাড়ির ডিজাইন অনেকটাই এসইউভির মতো দেওয়া হয়েছে। গাড়িটি লম্বায় ৪৭৫৫ মিলিমিটার, চওড়াতে ১৮৫০ মিলিমিটার। চাকাগুলো থাকবে ১৮ ইঞ্চির। এছাড়াও গাড়ির সামনের অংশে থাকছে বড় আয়তনের গ্রিল। সেই সঙ্গে কারুকাজ করা হেডল্যাম্প।


নতুন ভার্সানের ইনোভা হাইক্রস মডেলে আগের তুলনা বড় আকারের জানলা রয়েছে। ফলে গাড়ির ভেতরের অংশে ভালোভাবে হাওয়া-বাতাস প্রবেশ করবে। আগের তুলনায় বড় হুইলবেসও রয়েছে নিউ জেনারেশন টয়োটা হাইক্রস গাড়িতে। এমনকি গাড়ির ভেতরের ডিজাইনেও রয়েছে নতুনত্বের ছোঁয়া। ডুয়াল টোনের লেদার সিট রয়েছে গাড়ির কেবিনে। সেন্তার কনসোলের উপরের দিকে রয়েছে গিয়ার লেভেল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত