কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আইএমএফের সফর এবং তারপর

সমকাল প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২২, ১২:০২

গত ২৬ অক্টোবর থেকে ৯ নভেম্বর আইএমএফের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে গেছে। এই প্রতিনিধি দল বাংলাদেশে এসেছিল বাংলাদেশ সরকারের অনুরোধের ফলে। রিজার্ভের ওপর চাপ, মূল্যস্ম্ফীতি, প্রবৃদ্ধির গতি শ্নথ হওয়া এবং বাণিজ্যিক ভারসাম্যে অস্থিতি সরকারকে বাধ্য করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফের সাহায্য কামনা করতে। আইএমএফের মিশনটি দু'সপ্তাহেরও অধিক সময় বাংলাদেশে অবস্থান করে। মিশনটি বাংলাদেশের বিভিন্ন সংস্থার সঙ্গে মতবিনিময় এবং এর ভিত্তিতে তাদের সুপারিশ লিপিবদ্ধ করে।


দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উন্নত দেশগুলোর কাছে বিশ্ব অর্থনীতির ব্যবস্থাপনার জন্য কিছু প্রতিষ্ঠান তৈরি করার প্রয়োজনীয়তা অনুভূত হয়। বিখ্যাত ব্রিটিশ অর্থনীতিবিদ জে এম কিনস এই ব্যবস্থাপনাকেন্দ্রিক আলোচনায় পৌরোহিত্য করেন। এ নিয়ে যে দীর্ঘ আলোচনার সূত্রপাত হয় তাকে আমরা ব্রেটন-উডস কনভেনশন হিসেবে জানি। অর্থনীতিবিদ জে এম কিনস তাঁর বিখ্যাত গ্রন্থ 'জেনারেল থিয়োরি অব এমপ্লয়মেন্ট ইন্টারেস্ট অ্যান্ড গ্রোথ'-এ কীভাবে একটি পুঁজিবাদী দেশ কঠোর অর্থনৈতিক মন্দা থেকে বের হয়ে আসতে পারে, তারই পরামর্শ দিয়েছেন। পুঁজিবাদী বিশ্বে ১৯৩০-এর মন্দা জে এম কিনসকে ভাবিত করেছিল। তিনি মনে করতেন, বল্কগ্দাহীন বাজার অর্থনীতি ১৯৩০-এর ভয়াবহ মন্দা অবস্থার সৃষ্টি করতে পারে। মন্দা থেকে মুক্তিলাভে তিনি অর্থনৈতিক ক্ষেত্রে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ও হস্তক্ষেপের ওপর গুরুত্ব আরোপ করেন। মন্দা দেখা দিলে শ্রমিক ও কর্মজীবী মানুষ চাকরি হারায়। উন্নত দেশে মন্দা অনুন্নত দেশের মন্দার তুলনায় ভয়াবহ রকম দুর্যোগ সৃষ্টি করে। উন্নত দেশগুলোয় পুঁজিবাদী বিকাশের ফলে ঐতিহ্যগত আয় অংশীদারিত্ব লোপ পায়। কিন্তু অনুন্নত দেশে আয় অংশীদারিত্বের জন্য প্রথাগত প্রতিষ্ঠানগুলো কর্মহারা মানুষদের বেঁচে থাকায় সহায়তা করে। এসব দেশে মন্দার কারণে যদি কোনো কর্মজীবী মানুষ শহরে কর্মচ্যুত হয়, তাহলে তারা গ্রামে ফিরে যেতে পারে এবং সেখানে পারিবারিক গণ্ডিতে খাওয়া-পরার একটা ব্যবস্থা হয়। এ ধরনের ব্যবস্থা উন্নত দেশগুলোতে না থাকার কারণে মন্দার সময় মানুষ খুব কষ্টে পড়ে যায়। চিন্তার বিষয়, অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলোতে বৈশ্ব্বিক বাজার প্রক্রিয়া ঢুকে পড়ার ফলে এসব দেশ নাজুক অবস্থায় পড়েছে। বাজারের আগ্রাসনে পরিবার, সমাজ ও প্রতিবেশীদের কাছ থেকে প্রথাগতভাবে যে সাহায্য পাওয়া যেত তা অনেকাংশেই ভেঙে পড়েছে। বিশ্বমন্দা দেখা দিলে অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলো সমস্যায় পড়ে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও