![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-09%252F5b602707-a4f3-4bcf-b624-fe11d5b98ea3%252FJilo.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
বিশ সাল বাদ
প্রথম আলো
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২২, ১০:০৬
ঠিক ২০ বছর আগে মুক্তি পায় জেনিফার লোপেজের তৃতীয় স্টুডিও অ্যালবাম ‘দিস ইজ মি...দেন’। ২০০২ সালের ২৫ নভেম্বর মুক্তি পাওয়া অ্যালবামটির মূল প্রেরণা ছিলেন লোপেজের তখনকার প্রেমিক বেন অ্যাফ্লেক। সম্পর্কের নানা চড়াই–উতরাই পেরিয়ে দুই দশক পর আবার মিলিত হয়েছেন লোপেজ ও অ্যাফ্লেক। ২০২২ সালের সেই ২৫ নভেম্বরেই নতুন অ্যালবামের ঘোষণা দিলেন গায়িকা। নামটিও রেখেছেন আগেরটির সঙ্গে মিল রেখে ‘দিস ইস মি...নাউ’।
আট বছর পর জেনিফার লোপেজের নতুন অ্যালবাম, মুক্তি পাবে ২০২৩ সালে। মুক্তির আগেই অবশ্য ভক্তদের অ্যালবামের একটি গান উপহার দিয়েছেন লোপেজ।