কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অনলাইন: সংকটে কমল বিদেশি সহায়তা ছাড়

প্রথম আলো প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২২, ১০:০৫

দেশে এখন চলছে ডলার-সংকট। ডলার-সংকটের কারণে বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ কমে আসছে। দেশে ডলারের সরবরাহ বাড়াতে সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছে প্রায় ৬৫০ কোটি ডলার বাজেটে সহায়তা চেয়েছে। এমন অবস্থায় আরেক দুঃসংবাদ মিলেছে। উন্নয়ন সহযোগীদের কাছ থেকে প্রকল্প সহায়তা ২৫ শতাংশের মতো কমে গেছে।


অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে জানা গেছে, বিদেশি উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ২০২২-২৩ অর্থবছরের প্রথম ৪ মাসে (জুলাই-অক্টোবর) আগের বছরের একই সময়ের চেয়ে ৬৫ কোটি ডলার কম সহায়তা এসেছে। এ ৪ মাসে সহায়তা এসেছে ১৯৭ কোটি ডলার। গত বছর একই সময়ে এসেছিল ২৬৩ কোটি ডলার।


আইএমএফের কাছে ৪৫০ কোটি ডলার ঋণের জন্য এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে। ঋণ অনুমোদিত হলে প্রথম কিস্তিতে ৪৫ কোটি ডলার পাবে বাংলাদেশ। কিন্তু সরকার যদি উন্নয়ন সহযোগীদের প্রতিশ্রুত অর্থ দ্রুত ছাড় করতে উদ্যোগী হয়, তাহলে এর বেশি অর্থ পাওয়া যেত। যেমন গত চার মাসে বিদেশি সহায়তার যত অর্থ কম মিলেছে, তা আইএমএফের প্রথম কিস্তি থেকে অনেক বেশি।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও