চাকরি বাঁচাতে দিনে সাড়ে ১২ ঘণ্টা কাজ করেছেন টুইটার কর্মী
টুইটার কিনে নেওয়ার পরই ব্যাপক ছাঁটাই শুরু করেছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। এরই মধ্যে আবার নতুন কর্মী নিয়োগেরও পরিকল্পনা প্রকাশ করেছেন। ফলে এখনো টুইটারে পুরোনো কর্মীদের মধ্যে ছাঁটাই আতঙ্ক চলছে। সম্প্রতি কর্মীদের বেশি কাজ করার নির্দেশনা দিয়ে মধ্যরাতে ই–মেইল করেছেন মাস্ক।
অন্য একাধিক কর্মকর্তার মতো চাকরি নিয়ে ঝুঁকির মুখে পড়েছেন টুইটারের পাবলিক পলিসির গ্লোবাল ভাইস-প্রেসিডেন্ট সিনেড ম্যাকসুইনি। তিনি জানিয়েছেন, ইলন মাস্ক দায়িত্ব নেওয়ার পর থেকে সপ্তাহে তাঁর কাজের সময় বেড়ে দাঁড়িয়েছে ৭৫ ঘণ্টারও বেশি। যেখানে আগে নিয়মিত ৪০ ঘণ্টা কাজ করতে হতো।
বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদন থেকে জানা যায়, টুইটারে চাকরির নিরাপত্তায় আদালতের হস্তক্ষেপ চেয়ে বিবৃতি দিয়েছেন ম্যাকসুইনি। ম্যাকসুইনি জানান, তিনি পদত্যাগ না করা সত্ত্বেও কোম্পানির কোনো সিস্টেমে প্রবেশ করতে পারছেন না। এমনকি চলতি মাসের শুরুতে তিনি কোম্পানি থেকে ছাঁটাইয়ের নোটিশও পান। তাঁর বিবৃতির পর গত শুক্রবার আদালত ছাঁটাই স্থগিতের আদেশ জারি করেন।
- ট্যাগ:
- প্রযুক্তি
- ঝুঁকিতে কর্মসংস্থান
- টুইটার