যুক্তরাষ্ট্রে ব্ল্যাক ফ্রাইডেতে অনলাইনে ৯১২ কোটি ডলারের কেনাকাটার রেকর্ড

www.ajkerpatrika.com আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২২, ২১:৪৭

যুক্তরাষ্ট্রে এই ব্ল্যাক ফ্রাইডেতে অনলাইনে রেকর্ড ৯১২ কোটি ডলার খরচ করেছে ক্রেতারা। শনিবার প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, ব্ল্যাক ফ্রাইডেতে কেনাকাটার হিড়িক পড়ে যায় দেশটিতে। 


বার্তা সংস্থা রয়টার্স জানায়, দিনটি উপলক্ষে প্রতি বছরই বড় আকারের মূল্যছাড় দেয় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলো। এ সময়ে বিপুল পরিমাণ বিক্রি হওয়ায় ছাড়ের পরও লাভের দেখা পায় প্রতিষ্ঠানগুলো। 


অ্যাডোবি অ্যানালাইটিকস অনুসারে, যুক্তরাষ্ট্রে চলতি বছরের ব্ল্যাক ফ্রাইডেতে অনলাইনে ৯১২ কোটি ডলার বিক্রি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যয়ের পরিমাণ গত বছরের তুলনায় ২ দশমিক ৩ শতাংশ বেশি। 


উচ্চ মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির মধ্যেও বড় ধরনের মূল্যছাড় গ্রাহকদের কেনাকাটায় উদ্বুদ্ধ করেছে। কিছু পণ্যে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় দিয়েছে খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলো। ঘড়ি, এয়ারপড, স্মার্ট স্পিকার, টেলিভিশন, গেমিং কনসোলের পাশাপাশি খেলনার মতো পণ্যগুলো সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও