কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

তিন রঙে ফিরছে টুইটারের ভেরিফায়েড টিক

সমকাল প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২২, ১৫:০৭

তিন রঙে ফিরে আসছে টুইটারের ভেরিফায়েড টিক। অ্যাকাউন্ট যাচাই বা ভেরিফায়েড চিহ্ন 'নীল টিক'-এর সঙ্গে যুক্ত হচ্ছে 'সোনালি টিক' ও 'ধূসর টিক'। টুইটারপ্রধান ইলন মাস্ক গত শুক্রবার এক টুইটে জানিয়েছেন, অ্যাকাউন্টে নীল টিক যুক্ত করার আগে যাচাই করবেন টুইটারের কর্মীরা। প্রতিষ্ঠানের জন্য দেওয়া হবে 'সোনালি টিক' এবং সরকারি অ্যাকাউন্টগুলোর জন্য দেওয়া হবে 'ধূসর টিক'। তবে 'নীল টিক' শুধু ব্যক্তিগত অ্যাকাউন্টের জন্য বরাদ্দ থাকবে। নীল টিক দেওয়ার ক্ষেত্রে সাধারণ ব্যক্তি কিংবা তারকাভিত্তিক পার্থক্য করা হবে না।


এদিকে সমীক্ষা পরিচালনার পর বন্ধ করে দেওয়া অ্যাকাউন্ট খোলার বিষয়ে মত দিয়েছেন চিফ টুইট পদ গ্রহণ করা ইলন মাস্ক। এ সমীক্ষায় প্রায় ৩১ লাখ ৬০ হাজার ব্যবহারকারী অংশ নেন এবং স্থগিত অ্যাকাউন্ট আবারও চালুর পক্ষে ৭২ দশমিক ৪ শতাংশ মত দেন। এ জরিপের ফলাফল প্রকাশ করে মাস্ক বলেন, সবার মতামতের ভিত্তিতে বন্ধ করে দেওয়া অ্যাকাউন্টগুলো খুলে দেওয়া হবে। তবে বন্ধ অ্যাকাউন্ট খোলার সিদ্ধান্ত হলেও ফিরছেন না সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি আর টুইটারে ফিরতে আগ্রহী নন। আগামী সপ্তাহ থেকে নতুন ভেরিফায়েড চিহ্ন চালু হতে পারে। এদিকে অ্যাপের লাভ থেকে গুগল বা অ্যাপল যে পরিমাণ অর্থ কেটে রাখে, তা নিয়ে আপত্তি জানিয়েছেন মাস্ক। মার্কিন 'বাজার প্রতিযোগিতা' বিভাগকেও ট্যাগ করে এক টুইটে মাস্ক অভিযোগ করেছেন, 'আইওএস বা অ্যান্ড্রয়েডের একচ্ছত্র আধিপত্যের কারণে ডেভেলপারদের অ্যাপ স্টোরের মাত্রাতিরিক্ত ফি দিতে হচ্ছে। এ অবস্থার পরিবর্তন হওয়া দরকার। মাস্কের এ বক্তব্যের পর অ্যাপল ও গুগল কোনো প্রতিক্রিয়া জানায়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও