কেমন পোশাক পরবেন ভ্রমণে?
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২২, ১৭:৪৮
শীতকাল মানেই ছুটির আমেজ আর দূরে কোথাও ছুট। দেশ বিদেশ ঘুরতে যাওয়ার আগে সঠিক পোশাক বাছাই করাও গুরুত্বপূর্ণ। কারণ অনেক সময়ই দেখা যায় সুটকেস ভর্তি করে পোশাক নেওয়া হলেও পরা হয়েছে গুটিকয়েকই।
প্রকৃতির মাঝে উজ্জ্বল রঙে প্রাণবন্ত হয়ে উঠতে চাইলে পোশাকে নিয়ে আসুন রঙগুলো। উজ্জ্বল রঙ এমনিতেই মন ভালো করে দেয়। ভ্রমণে গিয়ে ছবি তোলা হয় প্রচুর। এ ধরনের রঙ ছবিতেও চমৎকার দেখাবে। নিয়ন সবুজ, কমলা, নিয়ন গোলাপির মতো রঙগুলো দিব্যি মানিয়ে যায় ভ্রমণে। আবার সাদার স্নিগ্ধতায়ও সেজে উঠতে পারেন। সাদা রঙের পাশাপাশি হালকা গোলাপি, পিচ, জলপাই সবুজ, শ্যাওলা সবুজ, হালকা নীল, হালকা হলুদ, হালকা বেগুনি, বাদামি, ধূসর, ঘিয়ে এসব রঙের হালকা শেড, টারশিয়ারি রঙগুলো এবং প্যাস্টেল রঙের শেডগুলো বেশ উপযোগী।
- ট্যাগ:
- লাইফ
- পোশাক
- পোশাকশিল্প
- পোশাক বিড়ম্বনা