You have reached your daily news limit

Please log in to continue


সাদামাটা আয়োজনেও জনসমুদ্রের চিন্তা

আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৪ ডিসেম্বর। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগের এ সম্মেলনের আলাদা মাত্রা রয়েছে রাজনৈতিক অঙ্গনে। 

আওয়ামী লীগের সম্মেলন সাধারণত দুই দিনব্যাপী অনুষ্ঠিত হয়ে থাকে। তবে এবারের সম্মেলন একদিনে শেষ করার পরিকল্পনা রয়েছে দলটির। এছাড়া অতীতের মতো জাঁকজমকপূর্ণও হবে না এবারের সম্মেলন। জাঁকজমকপূর্ণ না হলেও লোক সমাগমের বিষয়ে ছাড় দিতে নারাজ দলের হাইকমান্ড। 

দেশের প্রতিটি প্রান্ত থেকে কয়েক লাখ নেতাকর্মীর উপস্থিতি নিশ্চিত করতে চায় ক্ষমতাসীনরা।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ঢাকা পোস্টকে বলেন, বর্তমানে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা যাচ্ছে সারা পৃথিবীতে, এই বৈশ্বিক অর্থনৈতিক সংকট মোকাবিলার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ সব ক্ষেত্রে সাশ্রয়ীভাবে চলার জন্য, সাশ্রয়ী পদক্ষেপ নেওয়ার জন্য। তার মানে এটা নয় যে, জাতীয় কাউন্সিল একেবারে সাদামাটা হবে, সেটা ভাবার কোনো কারণ নেই।’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন