You have reached your daily news limit

Please log in to continue


যে ৫ কারণে হিট হলো ‘দৃশ্যম ২’

চলতি বছর বলা যায় ইতিহাসের অন্যতম খারাপ সময় পার করছে হিন্দি চলচ্চিত্র। একের পর এক ফ্লপ ছবি। বড় বাজেট, বড় তারকা, জনপ্রিয় দক্ষিণি ছবির রিমেক—কিছু্‌ই যেন ব্যবসা দিতে পারছিল না। ‘জার্সি’, ‘হিট: দ্য ফার্স্ট কেস’, ‘বিক্রম বেদা’ ফ্লপ হওয়ার পর মনে হয়েছিল বলিউডে দক্ষিণি সিনেমার রিমেকের দিন বুঝি শেষ। কিন্তু শুক্রবার মুক্তির পর মালয়ালম ছবির হিন্দি রিমেক ‘দৃশ্যম টু’ দুর্দান্ত ব্যবসা করছে। চলুন দেখে নেওয়া যাক, অভিষেক পাঠক পরিচালিত ‘দৃশ্যম টু’ হিট হওয়ার সম্ভাব্য পাঁচটি কারণ।

‘দৃশ্যম’ প্রভাব
২০১৫ সালে মুক্তির পর নিশিকান্ত কামাত পরিচালিত ‘দৃশ্যম’ সুপারহিট হয়। দক্ষিণ ভারত ছাড়া অন্য প্রান্তের দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয় হয় সিনেমাটি। সপরিবার দারুণভাবে উপভোগ করেন তাঁরা। এমনকি মুক্তির অনেক পরেও টিভিতে প্রচারের সময়ও ভালো টিআরপি পেয়েছে ‘দৃশ্যম’। এ ছাড়া ‘দৃশ্যম’-এর অনেক স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে মিম হিসেবে জনপ্রিয়তা পেয়েছে। সব মিলিয়ে ‘দৃশ্যম’-এর প্রথম কিস্তি দেখার সুখস্মৃতি এখনো অনেকের কাছে তাজা। ফলে দর্শকেরা ব্যাপক আগ্রহ নিয়ে ছুটেছেন ছবিটির দ্বিতীয় কিস্তি দেখতে।

পারিবারিক দর্শক
ভারতে পরিবার নিয়ে সিনেমা দেখার চল আছে। বিশেষ করে, বড় শহরগুলোর বাইরে এখনো মানুষ দল বেঁধে সিনেমা দেখতে পছন্দ করেন। ভারতের গ্রাম বা মফস্‌সলের দর্শকেরা যদি কোনো সিনেমা দল বেঁধে দেখা শুরু করেন, তবে সে ছবি অবধারিতভাবে হিট হয়। ‘দৃশ্যম টু’-এর ক্ষেত্রেও সেটি হয়েছে।

মূল সিনেমার হিন্দি ডাব না আসা
চলতি বছর দক্ষিণি সিনেমার হিন্দি রিমেক ‘জার্সি’, ‘বিক্রম বেদা’ ফ্লপ হয়েছে। বিশ্লেষকেরা মনে করেন, সিনেমাগুলো ফ্লপ হওয়ার অন্যতম কারণ ছবি দুটির হিন্দি ডাব ইউটিউবে চলে আসা। কিন্তু ‘দৃশ্যম টু’-এর ক্ষেত্রে সেটি হয়নি। মূল ছবিটি ওটিটিতে মুক্তির পর হিন্দি ডাব এখনো মুক্তি পায়নি।

হিন্দি দর্শক-বান্ধব উপস্থাপন
মূল ‘দৃশ্যম ২’ অনেক বেশি বাস্তবঘেঁষা। কিন্তু হিন্দি রিমেকটিতে পাত্রপাত্রীদের নায়কোচিতভাবে উপস্থাপন করা হয়েছে, যা বলিউড দর্শকেরা পছন্দ করেছেন। বলিউড নির্মাতারা জানেন, হিন্দি সিনেমার দর্শকেরা ড্রামা, ঝাঁ চকচকে ব্যাপার পছন্দ করেন, যা ভালোভাবেই আছে ‘দৃশ্যম টু’-তে। এ ছাড়া মূল মালয়ালম ‘দৃশ্যম ২’ অনেকটা ধীরগতির সিনেমা।

পয়সা উশুল সিনেমা
‘দৃশ্যম টু’-এর চিত্রনাট্য দুর্দান্ত। ছবিতে আছেন অক্ষয় খান্না, অজয় দেবগনের মতো অভিনেতারা। সঙ্গে হিন্দি রিমেকটিতে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে, যাতে বলিউড দর্শকেরা ভালোভাবে উপভোগ করতে পারেন। সব মিলিয়ে এটা দারুণভাবে কাজ করেছে। ছবি মুক্তির আগে সেভাবে প্রচারণা চালানো হয়নি। তারপরও ‘পরিপূর্ণ প্যাকেজ’ হিসেবে ছবিটি লুফে নিয়েছেন দর্শকেরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন