পুতিনকে প্রভাবিত করার ক্ষমতা ছিল না: আঙ্গেলা মের্কেল
গত ফেব্রুয়ারিতে ইউক্রেইনে আগ্রাসন চালায় রাশিয়া। তার আগে জার্মানির রাশিয়া নীতির বিষয়টি নিয়ে আত্মপক্ষ সমর্থন করেছেন সাবেক চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল। বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে প্রভাবিত করার ক্ষমতা শেষ হয়ে এসেছিল তার।
ম্যার্কেল বলেন, ২০২১ সালের গ্রীষ্মে রুশ প্রেসিডেন্ট পুতিন ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে ইউরোপীয় সংলাপ আয়োজন করতে চেয়েছিলেন তিনি।
কিন্তু এ নিয়ে সামনে আগানোর ক্ষমতা তার ছিল না। কারণ, সবাই জানতেন, তিনি শরতেই বিদায় নেবেন। জার্মানির সংবাদ সাময়িকী স্পিগেলকে একথা বলেন মের্কেল।
বিবিসি জানায়, চার মেয়াদে জার্মানির চ্যান্সেলর ছিলেন মের্কেল। গতবছর ডিসেম্বরে তিনি ক্ষমতা ছাড়েন। তার আগে ২০২১ সালের অগাস্টে সবশেষ রাশিয়া সফর করেছিলেন তিনি।