You have reached your daily news limit

Please log in to continue


নতুন প্রজন্মের সোশ্যাল সাইট হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে হাইভ

ইলোন মাস্কের টুইটার অধিগ্রহণের পর অনেকেই জনপ্রিয় এ মাইক্রোব্লগিং সাইট থেকে বিদায় নিচ্ছে। এতে বিকল্প প্লাটফর্ম হিসেবে মাস্টোডন ও কাউন্টারসোশ্যালের পোয়াবারো। তবে সম্প্রতি আরেকটি প্লাটফর্ম আলোচনায় জায়গা করে নিচ্ছে। যুক্তরাষ্ট্রে অ্যাপ স্টোরে শীর্ষ ২০ অ্যাপে স্থান করে নিয়েছে হাইভ।

২২ বছর বয়সী ক্যাসান্ড্রা পপ ২০১৯ সালে হাইভ প্রতিষ্ঠা করেন। সরাসরি টুইটারের ক্লোন না হয়ে জেন জি প্রজন্মের সোশ্যাল অ্যাপ হিসেবে জায়গা করে নিতে চেয়েছে হাইভ। এতে ইনস্টাগ্রাম, টুইটার ও মাইস্পেসের মতো বিভিন্ন জনপ্রিয় অ্যাপের ফিচার যুক্ত করা হয়েছে। হাইভের চমত্কার দিক হচ্ছে প্রোফাইলে মিউজিক যুক্ত করার ফিচার, যা পরবর্তী সময়ে অনেক সাইট অনুকরণ করেছে।

অ্যাপটির বিশেষত্ব হচ্ছে এটি টুইটারের মতো স্রেফ টাইমলাইনভিত্তিক নয়। মেইন ফিডের পাশাপাশি এতে বিজ্ঞান, প্রযুক্তি, গাড়ি, মিউজিক, ফ্যাশন, পোষা প্রাণী, ক্র্যাফট, বই, ভ্রমণ, গেমিং, আর্ট, ফুড ও অন্যান্য টপিকের কনটেন্ট উপভোগের সুযোগ পাবে ব্যবহারকারীরা। এছাড়া কোনো পোস্টে লাইক, কমেন্ট ও রিপোস্ট করার পাশাপাশি হ্যাশট্যাগের সুযোগও রয়েছে হাইভে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন