ব্রুনেই থেকে বছরে ১৫ লাখ টন এলএনজি পাওয়ার সম্ভাবনা
কালের কণ্ঠ
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২২, ১০:২৩
ব্রুনেইয়ে বাংলাদেশ ও ব্রুনেই দারুসসালামের মধ্যে জ্বালানি সহযোগিতা নিয়ে দ্বিপক্ষীয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আলোচনা হয় ব্রুনেই দারুসসালাম থেকে বছরে ১ থেকে ১.৫ মিলিয়ন মেট্রিক টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আসবে।
১০-১৫ বছর মেয়াদি চুক্তিতে আগামী ২০২৩ সালের প্রথম দিক থেকেই এই এলএনজি পাওয়া যাবে। গতকাল বৃহস্পতিবার সভায় বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং ব্রুনেইয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্বালানি উপমন্ত্রী ইয়ং মুলিয়া দাতো সেরি পাদুকা আয়ং হাজি মাতসাটেজা বিন সোকাইয়া নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন।