মাতৃভূমির বিপক্ষে গোল কীভাবে উদ্‌যাপন করেন তিনি

প্রথম আলো প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২২, ২০:৫৮

বিশ্বকাপে নিজের প্রথম গোল, আর সেটিই উদ্‌যাপন করতে চাইলেন না ব্রিল এমবোলো! কীভাবে করবেন! গোলটি যে তিনি করলেন নিজের মাতৃভূমির বিপক্ষেই। ক্যামেরুনের বিপক্ষে বিশ্বকাপের গ্রুপ ‘জি’র ম্যাচে ১-০ গোলে জিতেছে সুইজারল্যান্ড।


আর সেই গোল এসেছে ‘ক্যামেরুনিয়ান’ এমবোলোর পা থেকেই। আজ আল জানুব স্টেডিয়ামে ৪৮ মিনিটে যখন জেরদান শাকিরির পাস থেকে ক্যামেরুনের প্রতিরোধ ভাঙলেন এমবোলো, তখন তাঁর চেহারাই বলে দিল, মাতৃভূমির বিপক্ষে করা গোলটা ভেতরে–ভেতরে কতটা পোড়াচ্ছে ২৫ বছর বয়সী এই ফুটবলারকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও