গোসলখানার পানি অপসারনে পথ পরিষ্কার রাখতে
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২২, ১৮:১০
বেইকিং সোডা ও ভিনিগার দিয়ে গোসলখানার পানি বের হওয়ার রাস্তা পরিষ্কার করা যায়।
সকালে ঘুম থেকে উঠে কিংবা সারাদিন পর বাসায় ফিরে গোসল করার মতো প্রশান্তি হয়ত অন্য কোথাও নেই। তবে গোসল করতে গিয়ে যদি দেখেন পানি যাওয়ার রাস্তাটা নোংরা হয়ে আছে, দুর্গন্ধ বের হচ্ছে তবে পুরো ব্যাপারটাই বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়।
গোসলখানার পানি যাওয়া রাস্তাটা ময়লা জমে আটকে গেলেই এই বিপত্তি বাঁধে। আর তা সঠিকভাবে পরিষ্কার করার পদ্ধতি জানা থাকলে সমস্যার সমাধান করাও সম্ভব।
তবে পথ যদি পুরোপুরি আটকে যায়, পানি একেবারে অপসারণ না হয়ে গোসলখানায় পানি জমতে শুরু করে সেক্ষেত্রে ‘সুইপার’ ডেকে আনতেই হবে।