![](https://media.priyo.com/img/500x/https://gumlet.assettype.com/bdnews24%2F2022-11%2F305704fb-dd11-44a4-8195-e31858aecfef%2Fmilitant_flee_cc_camera_201122.jpg?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=640)
জঙ্গি ছিনতাই: মেহেদী রিমান্ডে
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২২, ১৫:৫৩
আদালত চত্বর থেকে জঙ্গিদের ছিনিয়ে নেওয়ার পরিকল্পনায় ‘প্রধান সমন্বয়কের’ দায়িত্বে থাকা আনসার আল ইসলামের জঙ্গি মেহেদী হাসান অমি ওরফে রাফিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
পুলিশের রিমান্ড আবেদনের শুনানি করে ঢাকার মহানগর হাকিম শফি উদ্দিন বৃহস্পতিবার এই আদেশ দেন বলে প্রসিকিউশন পুলিশের উপ কমিশনার জসীম উদ্দিন জানান।
মামলার তদন্ত কর্মকর্তা সিটিটিসির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মুহাম্মদ আবুল কালাম আজাদ এদিন মেহেদীকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ডের আবেদন করেন। আসামিপক্ষে কোনো আইনজীবী এ সময় ছিলেন না।
বিচারক এ সময় মেহেদীকে জিজ্ঞাসা করেন, তিনি আইনজীবী চান কি না, তার কোনো বক্তব্য আছে কি না।